রায়পুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ নির্বাহী কর্মকর্তা অনজন দাশ


দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হতে যাচ্ছে ঈদুল ফিতর (১৪৪৩)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ।
উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
তাছাড়া জাতি ধর্ম-বর্ণের ভেদাভেদ ও ধনী-গরিবের মধ্যে বৈষম্যমূলক আচরণ বর্জন করে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবানও জানান তিনি।
উল্লেখ্য যে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যেই ঈদুল ফিতর (১৪৪৩ হিজরি) পালিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে বেজে উঠেছে ঈদের ঘনঘটা। ৩০ রমজান ১৪৪৩ হিজরি সন্ধ্যা নাগাদ পবিত্র শাওয়াল মাসে(১৪৪৩ হিজরি) চাঁদ দেখা গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম.পি।