উখিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি; অস্ত্রসহ আটক চার

অনলাইন ডেস্ক।অনলাইন ডেস্ক।
  প্রকাশিত হয়েছেঃ  09:05 PM, 28 April 2023

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলির পর তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, দেশে তৈরি চারটি ওয়ান শুটারগান, চাইনিজ রাইফেলের ৩০ রাউন্ড গুলি, ২৭ রাউন্ড পিস্তলের গুলি, শটগানের গুলি পাঁচটি, খালি ম্যাগাজিন তিনটি। এছাড়া চারটি ওয়াকিটকি, পাঁচটি মোবাইল ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) কক্সবাজারের ডিআইজি জামিল হাসান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এপিবিএন সদস্যরা ক্যাম্প-৭ এ যান।

‘এসময় এপিবিএন সদস্যদের দিকে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়।’

ডিআইজি জামিল বলেন, এরপর রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকাল সাতটায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে মূল অভিযুক্ত সন্ত্রাসী ছমি উদ্দিনসহ অন্যরা পালিয়ে যান।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন- মোহাম্মাদ জোবায়ের, নুর মোহাম্মদ, মোসা বিবি ও জামিলা বেগম।

আপনার মতামত লিখুন :