হঠাৎ সমাজকল্যান মন্ত্রী অসুস্থ


মিজানুর রহমান
সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হলো,বর্তমানে তিনি সুস্থ আছেন। শনিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাতেই এম্বুলেন্স যোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (০৮মে দুপুর দুইটার) দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্স যোগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কে রংপুর সেনানিবাস থেকে ঢাকায় নেওয়া হয়।
শনিবার রাত ০১টার দিকে সমাজকল্যাণ মন্ত্রীর নিজ বাড়ীতে বুকে ব্যাথা অনুভব করলে,রাতেই এম্বুলেন্স যোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।সিসিউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাঃ শফিকুল ইসলামের তত্ববধানে তাকে চিকিৎসা দেওয়া হয়।সমাজকল্যাণ মন্ত্রীর অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য আজ তাকে বিমান বাহিনীর এম্বুলেন্স করে ঢাকায় স্থানান্তর করা হয়।বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সুস্থ রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান রাকিব।