ঈদ ও বর্ষার আগেই রাস্তা ঠিক করতে সেতুমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক।অনলাইন ডেস্ক।
  প্রকাশিত হয়েছেঃ  04:34 PM, 04 April 2022

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো মেরামত এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন।

দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে।’

বিভিন্ন কারণে যানজট হয় মন্তব্য করে তিনি বলেন, ‘রাস্তার কারণে যানজট হয়েছে এমন কথা যেন শুনতে না হয়।’

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তায় খুব ভোগান্তি হয় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি এবার যাতে ওই এলকায় যান চলাচলে জনগণের কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :