সরিষা চাষ করে বাম্পার ফলন, কৃষকের মুখে সরিষা ফুলের হাসি


দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে কৃষকের স্বপ্ন রঙিন হয়েছে। সরিষার বাম্পার ফলন ও গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় দশ দশমিক ২৭ টন সরিষা উৎপাদন মিলবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। সরিষা বিক্রি করে এবার কৃষকের মুখে হাসি ফুটবে বলে আশা স্থানীয় কৃষি অফিসের।

রায়পুর উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ৭৯০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকেরা। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিলো ৮২৫ হেক্টর জমিতে। আমরা মোট ২১’শ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি। ফলন বাড়ায় কৃষকরাও সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষকদের আগ্রহী করে তুলতে আমাদের কৃষি বিভাগ থেকেও নানাভাবে উৎসাহিত করা হয়েছে।
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী এলাকার কৃষক মোঃ মুরাদ মিয়া জানান, চলতি মৌসুমে দুই বিঘা বারি-১৪ সরিষা চাষ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। সরিষায় ধানের চেয়ে অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরের মতো এবারও আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আশা করা যায় ফলন ভালো হবে।

রায়পুর উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বি আর ডিবি) রায়পুর এর আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষে দৃষ্টি সমুদ্র উচ্চ মূল্যের অপ্রধান শস্য একলা ২২-২৩ অর্থবছরে ১০৩ জন কৃষককে ১৫ লক্ষ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।