লক্ষ্মীপুরের রায়পুরে ইভটিজিংয়ের দায়ে দুই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড


উপজেলার পূর্বলাছ এলাকার খেজুরতলা নামক স্থানে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আহাদ হোসেন(২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ(১৯) উভয়কে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার ও উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ স্যারের নির্দেশনায় স্থানীয় ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইভটিজিং এর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীকে উত্যক্ত, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অপরাধ স্বীকার করায় দুই জনকে একবছর করে কারাদন্ড প্রদান করা হয়।
স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীসহ অন্যান্য নারীদের শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় আগামীতেও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।