ত্যাগী নেতাকর্মীদের দলে স্থান না দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ


সম্প্রতি সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কমিটিতে তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে ত্যাগী নেতাকর্মীদের স্থান না দিয়ে ‘সুবিধাবাদীদের স্থান’ দেওয়ায় দল থেকে পদত্যাগের এ ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান।
বুধবার রাতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়ে দলের হাইকমান্ডসহ নীতিনির্ধারকদের কঠোর সমালোচনা করেন। এর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান।
সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা বলেন, আজ থেকে তিনি বিএনপির সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। আমি অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দিবো না, তবে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবো।