রাজধানীর হাইকোর্ট মোড় সার্ক ফোয়ারার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কে ছোটাছুটি করে। বিকাল ৪টার দিকে আগুন নিভলে বাসটিকে পুলিশ নিয়ে যায়। এরপরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু পরিবহনের একটি বাস গুলিস্তান থেকে আশুলিয়া যাওয়ার পথে প্রেসক্লাবের সামনে পৌঁছলে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।
বাসের হেলপার ওয়াজেদ আহমেদ জয় বলেন, আমরা গুলিস্তান ও পল্টন থেকে যাত্রী নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলাম। পল্টন থেকে একটি গ্রুপ যাত্রী বেসে বাসে উঠে। এরপর প্রেস ক্লাবে আসতেই তারা আগুন আগুন বলে নেমে যায়। আমরা পেছনে তাকিয়ে দেখি বাসের ভেতরে আগুন ধরে গেছে। এরপর দ্রুত যাত্রীদের নামিয়ে দিয়ে আমরাও নেমে যাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সার্ক ফোয়ারা পশ্চিম সাইটে দাঁড়ানো বাসটির ভেতরের সিটসহ অধিকাংশই পুড়ে গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.