শনিবার মধ্যরাতে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হারের মুখে পড়ে গদি হারাতে হয়েছে ইমরানকে। তবু হাল ছাড়তে রাজি নন বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি ক্রিকেটার। টুইট বার্তায় এমনি জানিয়েছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী।
মনোবল হারাননি ইমরান। টুইটে নতুন করে স্বাধীনতা সংগ্রামের বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন খান সাহেব। ইমরান নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, ‘১৯৪৭-এ পাকিস্তান স্বাধীন হলেও বিদেশি ষড়যন্ত্রের জেরে দেশের ক্ষমতা দখলের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম আজ থেকে আবার শুরু হল। দেশের মানুষই বরাবর দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করে।’
রবিবার ইসলামাবাদে পিটিআই-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান। এরপরই পাকিস্তানের সদ্য প্রাক্তন তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী ঘোষণা করেন, যদি পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর সভাপতি শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে তাদের আপত্তির নিষ্পত্তি না করা হয়, তা হলে সোমবারই পিটিআই সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেবেন।
এদিকে বিরোধীদের সম্মিলিত প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিয়েছেন। অন্য দিকে পিটিআই-এর তরফে প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.