শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়। এর আগে এদিন সকালে জেলা শহরের পৃথকস্থান থেকে এ দুই আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুর পৌনে ১ টার দিকে তাদেরকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে হাজির করা হয়।
তাদের দুইজনকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কোর্ট পুলিশ পরিদর্শক এমএ জলিল জানান, আদালত দুইজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, এ দুই আইনজীবী আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে তাদের পুলিশ গ্রেপ্তার করে। আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার ঝুমুরের বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেপ্তার করা হয়। দু'জনই আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান।
এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.