রায়পুর উপজেলায় এ বছর ৫ হাজার আটশত ৮৫ হেক্টর জমিতে সয়াবিনের চাষ করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে প্রায় ১৮'শ ৮৫ হেক্টর জমিতে সয়াবিনের চাষ করে রেকর্ড গড়েছেন এ অঞ্চলের সয়াবিন চাষিরা।
উপজেলা কৃষি অফিস থেকে প্রায় ১৫ একর জমির জন্য সয়াবিন চাষীদের উপকরণ সহায়তা দেওয়া হয়েছে, চলতি মৌসুমে সয়াবিন চাষিদের নিয়ে প্রায় ৩ টি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা কৃষি অফিস।
কৃষি অফিসের তথ্য মতে, প্রতি মণ সয়াবিনের সম্ভাব্য বাজার দর প্রায় ২ হাজার টাকা ধরা হয়েছে। ধারনা করা হচ্ছে, চলতি মৌসুমে হেক্টর প্রতি ১.৫-২ টন পর্যন্ত সয়াবিনের ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন,
[caption id="" align="alignnone" width="300"] উপজেলা কৃষি অফিসার, তাহমিনা খাতুন[/caption]
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার থে চলতি কে উৎপাদন বাড়তে পারে।
সয়াবিন চাষীদের সাথে কথা বলে জানা যায়,
[caption id="" align="alignnone" width="300"] কৃষক'দের সাথে কথা বলার সময়[/caption]
এ বছর উপজেলা কৃষি অফিস তিনটি প্রশিক্ষণ মূলক কার্যক্রম পরিচালনা করাসহ বেশ কয়েকবার সয়াবিন চাষের জন্য তাদেরকে পরামর্শ প্রদান করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের তুলনায় দ্বিগুন ফলন পাওয়া সম্ভব হবে বলেও জানান চাষিরা। সয়াবিন চাষে বেশ কয়েকবার সফল হওয়া একজন চাষী জানান, উপজেলা কৃষি অফিস আমাদেরকে সার্বিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করায় এবার ফলন বাড়বে বলে আমরা আশাবাদী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.