মাদক বিরোধীসহ বিভিন্ন অভিযানে গত ১ মাসে ১১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে রায়পুর থানা পুলিশ।
এর মধ্যে বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত ৯ জন, জুয়া আইনে মামলা ৩০ জন, নিয়মিত মামলা ডাকাত ২ চোর ৪ জন, মাদক মামলা ১৭ জন, জি আর ও সি আর পরোয়ানা মালমা ৪৮ জন গ্রেফতার। এক ভিকটিম সহ অটোরিকশা ২ টা, মোটরসাইকেল ১ টা, সিএনজি ১ টি উদ্ধার।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, উদ্ধারকৃত মাদক ও আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।চোরাচালানি, অপরাধ, দুর্নীতি, ইভটির্জিং, বাল্য বিবাহ, জঙ্গী তৎপরতা। এসবের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।।এলাকায় সন্ত্রাস, অপসাম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাই সহ সকলপ্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে রায়পুর থানা পুলিশ বদ্ধ পরিকর।
তিনি আরো জানান, বর্তমান সরকারের মাদক বিরোধী জিরো ট্রলারেন্স বাস্তবায়নের লক্ষে মাননীয় আইজিপির নির্দেশনা মোতাবেক ও সম্মানিত পুলিশ সুপার জনাব কামরুজ্জামান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে পুর্বের মতো রায়পুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.