মঙ্গলবার( ২৬ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা হল রুমে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ অসহায় ২১৫টি পরিবারের মাঝে ঘরসহ ভূমি হস্তান্তর করেন।
রায়পুর উপজেলায় ২শতক ভূমিসহ ঘর পেয়ে খুশি এক ভূমিহীন বলেন," আমার জীবন ধন্য আমি এমন জায়গায় দালানসহ জায়গা পাবো কখনো কল্পনা করতে পারি নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনেপ্রাণে দোয়া করি,যেন আল্লাহ উনাকে দীর্ঘজীবী করেন। লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য গণমানুষের নেতা এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন সাহেবের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন স্যারকে দীর্ঘজীবী করেন।"
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) রাসেল ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভার্ট। উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন। ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সকল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদ এর সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.