আজ (২০ আগস্ট) উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নাং ওয়ার্ড চরকাছিয়া সাকিনে হাজীমারা আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে অর্ধগলিত আসমা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, গত ১৭ আগস্ট আসমা বেগম ও তার স্বামী খোকন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের পর আসমা বেগমের স্বামী আসমা বেগমকে ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা দিয়া বের হয়ে যায়। আজকে কক্ষের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেই।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করি, প্রাথমিক তদন্তে ঘটনাটি একটি হত্যাকান্ড বলে বুঝা যাচ্ছে, এবং ময়নাতদন্তের জন্য সদর হসপিটালে প্রেরণ করি, তার স্বামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.