লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (৪০)এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুর রহমান হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আয়শা একই এলাকার মাদক সম্রাট মনিনের স্ত্রী। এছাড়াও পুলিশের ভিন্ন অভিযানে ৬৫ পিচ ইয়াবাসহ আরও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই নারীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বাড়ির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে সেনাবাহিনী, অভিযানের সময় তার স্বামী মাদকসম্রাট মমিন পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.