লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) রায়পুর শহরের সরকারি মার্চেন্টস একাডেমির সামনে এই লাইব্রেরির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত সহ অন্যান্য কর্মকর্তা এবং সাধারণ জনগন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে আমরা রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পাবলিক লাইব্রেরী করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ বলেন, বই হচ্ছে মনের খোরাক, বই হৃদয়কে প্রশান্তি দেয়, বইয়ের মাঝে মিশে থাকে হাজার আত্নার আত্মীয়। আর সে বইয়ের পিতৃস্থল হচ্ছে লাইব্রেরী। আর সেটি যদি হয় পাবলিক লাইব্রেরি তাহলে বলতে হবে সোনায় সোহাগা। আর যদি হয়ে থাকে কোন পাড়াগাঁয়ে, তাহলে তো মেঘ না চাইতেই বৃষ্টির মতোই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.