লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশের উদ্যোগে ১২১ টা প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে এই ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে এসব সামগ্রী (৫টি করে গাছের চারা, ২টি করে ফুটবল, ক্রীকেট ব্যাট-বল) তুলে দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, শিক্ষাকর্মকর্তা মঈনুল ইসলাম, সহকারি শিক্ষাকর্মকর্তা টিপু সুলতান, হাবিবুর রহমান ও কামরুল হাসান প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.