রাজধানীর বনানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, কুড়িল থেকে সিএনজিতে এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখনই বনানী-কাকলী রেলস্টেশনের সামনে মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। ফলে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছেন, হঠাৎ করে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে গাড়িতে আগুন লাগায় কোনো ধরনের হতাহতের খবর জানাতে পারেননি দমকল বাহিনীর সদস্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.