প্রথম ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের দাপুটে ৩৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তামিমরা।
শুরুতে দুই ওপেনার ভালোই হাটছিলেন কিন্তু শ্রীলংকান প্রেসার চ্যামেরার বলে তামিম ১৩ (৬) এলবিডব্লু আউট হওয়ার পর সকিব ও একই শিকার হন, দলীয় ১৫ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে যান চাপের মুখে, প্রথম ম্যাচে ৮৪ রান করা রানম্যাশিন মুশফিকুর রহীম আসেন ব্যাটে, তিনি লিটন দাসের সাথে এগুতে থাকেন, কিন্তু বেশি দূর যেতে পারেনি লিটন ৪২ বলে ২৫ রান করে আউট হোন লিটন দলীয় তখন ৪৯ রান।
তিন নাম্বারে ব্যাট করতে নেমে আঠার মতো লেগেছিলেন মুশফিকুর রহিম।
মোসাদ্দেক কে সাথে নিয়ে মুশফিক এগুচ্ছিলেন কিন্তু মোসাদ্দেক ও ব্যার্থতার পরিচয় দিয়ে ফিরে যান, মাহমুদউল্লাহকে নিয়ে গড়ে তুলেন ৮৭ রানের জুটি, মাহমুদউল্লাহ ব্যক্তিগত ৪১ রানে ক্যাচ আউট হয়ে ফিরে গেলে আফিফ এবং মেহেদি মিরাজ ও টিকতে পারিনি,
অলরাউন্ডার সাইফুদ্দিন কে সাথে নিয়ে তুলে নেন নিজের ব্যক্তিগত শতক ততক্ষণে দলীয় রান ২৩২, সাইফুদ্দিন রান আউট হয়ে ফিরে গেলে শরিফুলও মোস্তাফিজ কে নিয়ে শেষ হয় মুশফিকুর রহিমের ১২৫ (১২৭) রানের ইনিংস সেই সাথে বাংলাদেশ দাঁড়ায় সবকয়টি উইকেট হারিয়ে ২৪৬ রানে, অপরাজিত থাকেন মোস্তাফিজ ২ বলে করেন ০ রান।
২৪৭ রান কে তাড়া করতে নেমে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলংকার ব্যাটসম্যানদের মেরুদন্ড ভেঙ্গে যায, শুরুতে অভিষেক হওয়া শরিফুলের ঘূর্ণিতে ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা, মোস্তাফিজ এবং মেহেদি প্রথম ম্যাচের মতই দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেন মোস্তাফিজ নেন ৩ উইকেট এবং মেহেদি ও তুলে নেন ৩ উইকেট বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান তুলে নেন ২ উইকেট।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.