মাদারীপুরের শিবচর উপজেলায় মশার কয়েলের আগুনে পুড়ে শিল্পী বেগম (৩৭) নামে শিকলবন্দি এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েকবছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকায় লোকজনকে গালাগালি করতেন।
এ কারণে গত কয়েকদিন ধরে তাকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শুক্রবার রাতে ওই ঘরটিতে মশার কয়েল থেকে আগুন লাগে। এতে কয়েক মিনিটের মধ্য ঘরটি পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরইমধ্যে আগুনে ঘরটি একেবারে পুড়ে যায়।এ সময় ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে ওই প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়। এ ঘটনায় একটি ছাগলও পুড়ে মারা যায়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। তবে তার আগেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা একজন নারী আগুনে পুড়ে মারা যায়। লাশটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে এক নারীও দগ্ধ হয়ে মারা যান। আমরা নিহতের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.