চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত দুইটার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুইটা ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। চারটার দিকে নিয়ন্ত্রণে আসলেও আগুনে প্রাণ যায় একই পরিবারের পাঁচ জনের। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও একজন।
ইতোমধ্যে নিহতদের মরদেহ প্রাথমিকভাবে রাঙ্গুনিয়া থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। আহত একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।
ফায়ার সার্ভিসের ধারণা, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে সেমিপাকা ঘরের চারটা কক্ষই পুড়ে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.