এটিএম আজহারুল ইসলামকে ভিতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সবচেয়ে বেশি আমাদের দলের লোকদের গুম ও খুন করেছে। তাদের মধ্যে আমাদের একজন নেতা বেঁচে আছে, আফসোসের বিষয় বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে তারালো। কিন্তু ফ্যাসিবাদের বোঝা এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপর রয়ে গেলো, সকল জাতীয় নেতা বের হলেও আমাদের এটিএম আজহারুল ভাই এখনো ভিতরে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতের জনসভায় ডাক্তার শফিকুর রহমান এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ‘তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে, তার পরের দিন আমাকে মুক্তি দিয়েন।
জামায়াতকে সরাসরিভাবে দেশের তিন কোটি মানুষ সমর্থন করে, এমন দাবি করে জামায়াতের আমির বলেন, আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এই তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির। সমাবেশ ঘিরে সকাল থেকেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে। দীর্ঘ ২৮ বছর পর দলের কোনো আমির লক্ষ্মীপুরে সমাবেশে যোগ দেওয়ায় সমাবেশ নিয়ে উদ্দীপনা ছিল নেতা-কর্মীদের।
জনসভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া। সেক্রেটারি জেনারেল ফারুক হোসাইনের সঞ্চালনায় এ ছাড়াও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম, মোবারক হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.