লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইমরান খান লাইব্রেরির উদ্বোধন করেন।
রায়পুর পৌর শহরের মার্চেন্টস একাডেমীর বিপরীত পাসে পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইমরান খান বলেন, রায়পুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়তলা করা হয়েছে, উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা যেনো আরও সুন্দর পরিবেশে বই পড়তে পারে। আমাদের ছেলে-মেয়েরা যেনো বই পড়ে সুন্দর জীবন গড়তে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার তদন্ত (ওসি) শাহিদ, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, ইসলামি আন্দোলন নেতা হেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, কাজল কায়েস, মোস্তফা কামাল, রাকিবুল ইসলাম জহিরসহ আরও অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.