বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ ওসমান ও ফয়েজের পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার ( ২৬ জানুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সেলাই মিশিন উপহার প্রদান ও খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। বৈষম্য-বিরোধী আন্দোলন করা ছাত্র প্রতিনিধি সাব্বির।
শহীদ ফয়েজের মা বলেন, আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, আজকে বিকেলে হঠাৎ শুনি রায়পুরের ইউএনও আমাকে দেখতে আসছে, আমি অনেক খুশি হয়েছি, তার আগেও উনি আমাকে আর্থিক সহোযোগিতা করেছে, এখন আবার খাওয়ার ফল ও সেলাই মিশিন নিয়ে আসছেন। উনি সব সময় খোঁজ খবর রাখেন।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, রায়পুর উপজেলা প্রশাসন সব সময় তাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করবে। শহীদ ফয়েজের বাবা ঘরের চাল দিয়ে পানি পরার কথা বললে তাৎক্ষণিক ১ বান টিন ও নগদ অর্থ এবং টিসিবি কার্ডসহ অন্যান্য সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস প্রধান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.