লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে রায়পুর উপজেলার ১২১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রায়পুর উপজেলা প্রশাসনের হলরুমে এই শিক্ষা সামগ্রী, সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
রায়পুর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনা ও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, সহকারী শিক্ষা অফিসার কাজী মফিজ উদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলোন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, ওসি তদন্ত শাহিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান।
প্রধান শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, প্রনিতা দাশ, আলী হায়দার, বলরাম মজুমদার, আমির হোসেনসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য রাজীব কুমার বলেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খানের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে যে ক্রীড়া সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করছেন তা সত্যিই প্রশংসনীয়। এসময় তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মেরুদণ্ড বা ভীত হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভীত তৈরি হয়। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষকরা প্রাথমিক শিক্ষায় আন্তরিক হতে হবে, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষকদের দায়িত্ব।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.