সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, তাই আজ থেকে দেশটির মুসলমানেরা রোজা রাখা শুরু করবে।
আরব নিউজ জানায়, শুক্রবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। ২০১৯ সালের পর করোনাভাইরাস সংক্রান্ত কোন বিধিনিষেধ ছাড়াই সৌদি আরবে এবছর রমজান পালন হবে।
সাধারণত প্রথমে সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়। পরদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে রমজান মাস শুরু হয়।
বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু কবে হবে, তা জানা যাবে শনিবার সন্ধ্যায়। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি ফরিদুল হক খান।
শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার থেকে রোজা শুরু হবে। সে ক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.