করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মে মাসের মাঝপথে স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ২০২১ সালের আসর। সব দিক বিবেচনা করে ভারতের বদলে আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ, যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।
আইপিএল স্থগিত হওয়ার সময় বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের বাকি অংশে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কেননা জুন থেকে টানা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশ দলের। এর মধ্যে প্রথম তিনটি সিরিজের কোনো নড়চড় হয়নি। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির বাংলাদেশ সফরটি পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রায় ১৮ মাস পর ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে তারা। এতেই খুলে গেছে সাকিব ও মোস্তাফিজের আইপিএল খেলার সুযোগ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু আরব আমিরাতেই হতে যাওয়া আইপিএলের বাকি অংশে খেলার সুযোগ লুফে নিতে চাইছেন সাকিব-মোস্তাফিজ। তাদের বোর্ডে আনুষ্ঠানিক চিঠি দেয়ার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আজ (রোববার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আকরাম বলেন, ‘মোস্তাফিজেরটা কিছুদিন আগেই পেয়েছিলাম এবং সাকিব গতকাল চিঠি দিয়েছে। আমরা ১ তারিখ সিদ্ধান্ত নেবো।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.