দেশে ফিরেছেন ২৪ আগস্ট দিবাগত রাত আর শনিবার থেকে অনুশীলন শুরু করেছেন. বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম দিনের অনুশীলনে ফিরতে পারেননি। এর ফলে শুক্রবার তাকে ছাড়াই দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
শনিবার বেলা ২টায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। সতীর্থরা যখন ঘাম ঝরাচ্ছেন সাকিব তখন ব্যাট প্যাড নিয়ে চলে যান ইনডোর নেট অনুশীলনে, নিজেকে তুলে ধরার চেষ্টায় উজ্জিবীত সাকিব।
বাংলাদেশের ১৯ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। তারা মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই সঙ্গে রাখা হয়েছে তাদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে দারুণ অবদান রেখেছিলেন বিশ্ব অলরাউন্ডার সাকিব। তিনি ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন পুরো সিরিজ জুড়ে।
ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এর ফলে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন এই অলরাউন্ডার। মিরপুর মাঠে আবার দেখা যাবে সাকিবের নৈপূন্য, সে আশায় সাকিব ভক্তরা ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.